বায়োটিন কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি বিপাকে সাহায্য করে। এটি প্রোটিন ব্লাক,অ্যামাইনো ও ফ্যাটি এসিডের উৎস। বায়োটিনের ঘাটতিতে চুল , নখ ও ত্বকের ক্ষতি হওয়ার সাথে ডায়াবেটিস ও হৃদরোগের মতো সমস্যাও হতে পারে।
বায়োটিনের ঘাটতির সাধারণ কিছু লক্ষণ হচ্ছে, ত্বকে র্যাশ হওয়া, শুষ্ক হয়ে যাওয়া এবং চুলকানো, নখ ভেঙ্গে যাওয়া, ত্বক ধূসর হয়ে যাওয়া, চোখের চারপাশে খসখসে লালভাব, পেশীতে ব্যথা, বিষণ্ণতা এবং ক্লান্ত অনুভব করা।
এছাড়াও বায়োটিনের ঘাটতির ফলে ডারমাটাইটিস, অতিরিক্ত চুল পড়া ও তাড়াতাড়ি চুল পেকে যাওয়া ইত্যাদি হতে পারে