উপাদানঃ প্রতি ১০০ গ্রামে আছেঃ রসৌত মুছাফ্ফী = ২০০ মি.গ্রা. মুকিল = ২০০ মি.গ্রা. মগজে নিম = ৫০ মি.গ্রা. পোস্ত রীঠা = ৫০ মি.গ্রা. নির্দেশনাঃ অর্শ্ব, রক্ত-অর্শ্ব, কোষ্ঠকাঠিন্য। মাত্রা ও সেবনবিধিঃ ১/৩ চা চামচ পাউডার দিনে ২-৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।